শেরপুরে শ্রীবরদীর পাহাড়ী জনপদ বালিজুরি রাঙাজান গ্রামের বাহাজের টিলায় একটি মৃত বন্যহাতি উদ্ধার করেছে বনবিভাগ।
মৃত হাতিটির সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে ঘটনাস্থলের পাশেই গর্ত করে মাটি চাপা দেয়া হয়েছে।
মাদি (স্ত্রী) জাতের হাতিটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং হাতিটির বয়স ৩৫-৪০ বছর হতে পারে বলে জানান বনবিভাগের কর্মকর্তারা।
বনবিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত থেকে নেমে আসা একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সংলগ্ন রাঙাজান গ্রামের বাহাজের টিলায় আসে। এ সময় হাতির দল থেকে ওই হাতিটি সেখানকার একটি পাহাড়ী টিলা থেকে নিচের ঢালের খাদে পড়ে যায়। এতে সেখানেই হাতিটির মৃত্যু হয়।
তবে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরেনারি সার্জন ডা. মেহেদী হাসান জানান, নমুনা নেয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর কেন হাতিটির মৃত্যু হলো তা জানা যাবে।